ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৪, ১ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

লিজন মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল শাহি ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।

নিহত লিজন মোল্লা বাসইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎসজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, বাসাইল এলাকায় ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে বের হন লিজন মোল্লা। এসময় ঈদগাহ মাঠের কাছে পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে তাকে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে।

পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি